কালিগঞ্জে রাজা বসন্ত রায়ের নিবাসে নির্মিত হচ্ছে বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্ক প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০ | আপডেট: ১:০২:অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০ রাজা বসন্ত রায়ের নিবাস কালিগঞ্জের বসন্তপুরে নির্মিত হবে ‘‘বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্ক’’। যার কাজ আগামী সপ্তাহের মধ্যে শুরু হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অত্যন্ত মনোরম পরিবেশে বহু বছরের পুরোনো চন্দ্র ভবনকে ঘিরে নির্মিত হচ্ছে পার্কটি। যার কারণে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হতে চলেছে। দেশের বিখ্যাত সাহিত্যিক গাজী আজিজুর রহমান জানান, খ্রিস্টীয় ষোড়শ শতকে সুন্দরবনের যমুনা নদীর তীরে বঙ্গের অন্যতম স্বাধীন রাজা বিক্রমাদিত্য-প্রতাপাদিত্য ও রাজা বসন্তরায় এখানে গড়ে তোলেন এক যশোরাদ্য দেশ। বিক্রম শ্যামনগরে এবং তার চাচাতো ভাই বসন্ত রায় কালিগঞ্জের যমুনার পশ্চিম তীরে ইছামতি- কালিন্দি নদীর পূর্ব তীর জুড়ে বন কেটে বসতি স্থাপন করেন তার আত্মীয় পরিজনসহ নানা ধর্মের লোকদের নিয়ে। বর্তমান শীতলপুর- বসন্তপুর-প্রবাজপুর মুকুন্দপুর ছিল বসন্ত রায়ের সমৃদ্ধ রাজ্য ও নগর। তার নিবাসটিই বসন্তপুর নামে খ্যাত। স্থানীয় বাসিন্দা তারিকুশ সারাফাত, মোস্তাফিজুর রহমান মোস্তাক, শের আলী জানান, রাজা বসন্ত রায়ের নিবাস এই বসন্তপুরকে নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানান জানা-অজানা কাহিনি। এই অঞ্চলে অবস্থিত বহু বছরের পুরোনো চন্দ্র ভবনকে ঘিরে একটি পার্ক নির্মাণের দাবি ছিল আমাদের। সম্প্রতি পাঠন নন্দিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার নির্বাহী সম্পাদক শামীম পারভেজ এর প্রযোজনায় ও সাহিত্যিক গাজী আজিজুর রহমান এর রচনায় ‘‘মেক ইউআর’’ নামক একটি ফেসবুক ও ইউটিউব চ্যানেলে বসন্ত রায়ের জীবন কাহিনি নিয়ে বিশেষ প্রামাণ্য চিত্র প্রকাশিত হয়। যেটি মুহ‚র্তেই ভাইরাল হয়েছে। ওই প্রামাণ্য চিত্রে বসন্ত রায়ের জীবনী ঘটে যাওয়া ট্রাজেডি সম্পর্কে আমরা জানতে পেরেছি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, আগামী সপ্তাহের মধ্যে মাননীয় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল স্যার পার্কটির নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এরপর খুব দ্রুত কাজ সম্পন্ন করা হবে। সব বয়সের মানুষকে বিনোদন দিতে পার্কটি নির্মাণ করা হবে। প্রাথমিক পর্যায়ে আমরা বসার স্থান, ফোয়ারা, রিভার ভিউ, ওয়াচ টাওয়ার, ফুলের বাগান, দোলনা, কফি শপ নির্মাণ করা হবে। সংবাদটি পড়া হয়েছে ৬৪৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ