কালিগঞ্জে বাবা-মেয়েসহ একদিনে ৪জন করোনায় আক্রান্ত প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০ | আপডেট: ৯:২৪:অপরাহ্ণ, জুন ২৫, ২০২০ সাতক্ষীরা জেলার কালিগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে উপজেলার নলতায় আক্রান্ত হয়েছেন বাবা ও মেয়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, উপজেলার পশ্চিম নলতা গ্রামের মৃত তারক চন্দ্র দাশের ছেলে কাশীনাথ দাশ (৬২) ও তার মেয়ে স্নিগ্ধা দাশ (২৩) সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে গত ২৩ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য যান। এছাড়া কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর বাজার সংলগ্ন হাজী নজরুল ইসলামের স্ত্রী শামিমা পারভীন (৪১) ও হোসেনপুর গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে বাজারের মুদি ব্যবসায়ী ভবসিন্ধু বিশ্বাস (৬০) করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৩ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আজ (২৫ জুন) তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করার জন্য প্রশাসন উদ্যোগ নিয়েছে। আজ আক্রান্ত শামিমা পারভীন এর স্বামী হাজী নজরুল ইসলাম গত ১৯ জুন করোনা আক্রান্ত হওয়ায় ওইদিনই তার বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন। প্রসঙ্গত, গত ২৪ জুন নলতা কলেজের পাশে এক গহবধূ (৪৫) ও তার দেবরের (৪৭) করোনা রিপোর্ট পজিটিভ পাওয়ার পর প্রশাসন তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে। সাতক্ষীরা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংবাদটি পড়া হয়েছে ৩৪০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ