কালিগঞ্জে পুলিশের সোর্স পরিচয়ে এক গৃহবধু কে ধর্ষন প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার-১ প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০ | আপডেট: ৯:৫৫:অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০ সংবাদদাতা, কালিগঞ্জ(সাতক্ষীরা): পুলিশের সোর্স পরিচয় দিয়ে স্বামীকে গ্রেপ্তার ভয় দেখিয়ে মোবাইলে বাগানে ডেকে এক গৃহবধুকে ধর্ষন প্রচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের মধ্য মৌতলা শেখ পাড়া গ্রামে হাতে নাতে ধরে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃত শেখ রানা উপজেলার পূর্ব মৌতলা গ্রামের শেখ আহছান হাবিবের পুত্র উক্ত ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি ধর্ষন প্রচেষ্টা মামলা দায়ের করেছে। পুলিশের সোর্স পরিচয় দিয়ে রানা গত কয়েক দিন ধরে ওয়ারেন্টের ভয় দেখিয়ে মোবাইলে তার পুত্র বধু কে দেখা করতে বলে এবং অনবরত কল দিতে থাকে। মোবাইলে কল লিষ্ট দেখে স্বামী আব্দুর রহমানের সন্দেহ হলে স্ত্রীর কাছে বিস্তারিত শুনে কৌশলে স্ত্রীকে দিয়ে ফোন করে আসতে বলে। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় লম্পট রানা এসে গৃহ বধুকে ঝাপটে ধরে বাড়ির পাশে বাগানে ধর্ষন প্রচেষ্টা চালায়। ঐ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী গণধোলাই দিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। রানা দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকার নিরীহ মানুষদের গ্রেপ্তারের ভয় দেখিয়ে হয়রানি ও চাঁদা বাজি করে আসছিল বলে এলাকাবাসী জানান। গ্রেপ্তারকৃত আসামীকে গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। সুন্দরবনটাইমস.কম/নূর ইসলাম বাবু পুলিশের সোর্স পরিচয় দিয়ে অপকর্ম সংবাদটি পড়া হয়েছে ২৬১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ