কালিগঞ্জে নাজমুল আহসানের ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ | আপডেট: ৬:৩৬:অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা):
করোনাভাইরাস: আতঙ্ক নয়, চাই সচেতনতা, কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে ১০০০ হাজার গরীবদুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, কালিগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ভাইসচেয়াম্যান বলেন হতদরিদ্রদের পাশে দাঁড়ানো জরুরি, করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী সরকার ঘোষিত বন্দের কারনে অসংখ্য নিন্মআয়ের মানুষের আয়-রোজগারের পথ বন্দ হয়ে গেছে। তারা কর্মহীন অবস্থায় সরকার ও দেশের বিত্তবান মানুষের দিকে তাকিয়ে আছেন এ পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় দেশের ব্যাবসায়ী শিল্পপতি ও বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সংগঠনিক সম্পাদক এর দিকনির্দশনায় ছাত্র নেতা নূর ইসলাম (বাবু’র) পরিচালনায় ০১/০৪/২০২০ইং দুপর ১২টার সমায় ৫নং কুশুলিয়া ইউনিয়নে ভদ্রখালী গ্রামে মোঃ মিজানুর রহমান(৪৫) কে জরুরী ত্রাণ সামগ্রী বিতারন করা হয়। এসমায় উপস্থিত ছিলেন ইউ পি সসদস্য মোঃ মনিরুল ইসলাম (পুটে), সাংবাদিক মোঃ নূর ইসলাম(বাবু), আওয়ামী যুবলীগ নেতা আঃ হাকিম, মোঃ লতিফুর রহমান (বাবুল) প্রমুখ।

১০০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছানোর লক্ষ্যে প্যাকেটিং কার্যক্রম চলিতেছে। উপজেলা বাসির কাছে কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখঃ নাজমুল আহসানের একটিই আবেদন “ঘরে থাকুন, নিরাপদে থাকুন”।

সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক