কালিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রমে কেন্দ্রীয় জাতীয় মহিলা পাটির সদস্য প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২০ | আপডেট: ১১:১১:পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২০ নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা): করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রম অংশ হিসাবে হ্যাড মাইকে প্রচারনা চালাচ্ছেন কেন্দ্রীয় জাতীয় মহিলা পাটির সদস্য, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপির অতি জনপ্রিয় নেত্রী প্রয়াত চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেনের কন্যা সাফিয়া পারভীন। শুক্রবার বেলা ১১ টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্তর থেকে বালিয়াডাঙ্গা বাজার এলাকাসহ ইউনিয়নের গুরুত্বপুর্ণ মোড়ে মোড়ে প্রচারণা, লিফলেট বিতরন করেন। এসময় ইউনিয়ন পরিষদের মেম্বর নজরুল ইসলাম, মেম্বর সাইফুল ইসলাম বাবু, মেম্বর জবেদ আলী প্রমুখ। সাফিয়া পারভীন কৃষ্ণনগর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে করোনা প্রতিরোধে সেচ্ছাসেবক টিম গঠন করে জনসচেতনতায় প্রচারণার পাশাপাশি ব্লিসিং পাওডার স্প্রে, ভারতসহ বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দেশের বিভিন্ন এলাকা থেকে ইউনিয়নে আগতদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখার পাশাপাশি যথাযথ তদারকি করে চলেছেন। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা সংবাদটি পড়া হয়েছে ১৮৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ