কালিগঞ্জে ইউএন’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ, ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২১ | আপডেট: ১১:২৭:পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২১ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ ও ভ্রাম্যমান আদালতে বরের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি বুধবার (১৬ জুন) বিকালে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঘটেছে। একটি গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে হোসেনপুর গ্রামে বাল্য বিবাহ স্থলে উপস্থিত হন। এসময় তার ও থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে কন্যা পক্ষ ও বর পক্ষের লোকজন ছুটে পালিয়ে যায়। এক পর্যায়ে বর একই ইউনিয়নের শংকরকাটী গ্রামের আব্দুল হান্নান এর ছেলে হাবিবুর রহমান (২৫) কে আটক করে বাল্য বিবাহ নিরোধ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে কৃষ্ণনগর বাজারে লকডাউনের সময় দোকান খোলা রেখে হালখাতা করার অভিযোগে মুদী দোকানদার আশরাফুজ্জামান কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সংবাদটি পড়া হয়েছে ৩৬২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ