করোনার ভয়ে কাছে যায়নি কেউ: ছুটে গেল কেশবপুর থানা পুলিশ 

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ | আপডেট: ৮:৩১:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

মশিয়ার রহমান, কেশবপুর (যশোর):

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুরের মধ্যকুল মাদারতলা নামক স্থানে মঙ্গলবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত রাস্তার পাশে মুখে মাস্ক পরে একটি প্যাকেটের ভিতরে থাকা কিছু বোতলের উপর মাথা রেখে ছেড়া জামাকাপড় পরে শুয়ে ছিল মানসিক ভারসাম্যহীন  অজ্ঞাত এক যুবক (২৯)।

রাস্তার পাশে এভাবে অপরিচিত একজনকে শুয়ে থাকতে দেখে করোনা ভাইরাসে আক্রান্ত আশংকা করে ভয়ে কাছে যায়নি কেউ। এমনকি ওই স্থান দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছিল এলাকার লোকজন। পরে কেশবপুর থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে রাতের বেলায় ছুটে গেলেন ঘটনাস্থলে। উদঘাটন করেন ঘটনার মূল রহস্য। মূলত ক্ষুধার তাড়নায় রাস্তার পাশে পড়ে ছিল মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এই যুবক। 

এর আগে রাত ৯ টার পরে ঘটনাটি জানতে পেরে উক্ত স্থানে মধ্যকুল গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিম গিয়েছিলেন। অজ্ঞাত ব্যক্তিকে এক দুইবার ডাকলে সে চোখ মেলে তাকিয়েছিল। কিন্তু কিছু না বলার কারণে তার বিষয়ে জানতে না পেরে কেশবপুর থানা পুলিশকে অবহিত করা হয়। 

খবর পেয়ে তাৎক্ষণিক কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক কামরুজ্জামান ও উপ-পরিদর্শক তাপস কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ অজ্ঞাত ওই যুবককে উদ্ধার করার সময় বুঝতে পারে মানসিক ভারসাম্যহীন এবং ক্ষুধার তাড়নায় শুয়ে ছিল। পরে স্থানীয় ফজলুর রহমানের বাড়ি থেকে ওই যুবকের খাবারের ব্যবস্থা ও জামাকাপড় দেয়া হয়েছে । 

মানসিক ভারসাম্যহীন ওই যুবকের খাওয়া দাওয়া শেষে তার ময়লা জামাকাপড় পরিয়ে দেয়ার ব্যবস্থা করে। পরে ওই যুবককে রাতে মধ্যকুল মাদারতলায় থাকার ব্যবস্থা করে  কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল ত্যাগ করেন।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক