কবিতা “চাওয়াগুলো পাওয়া হয়ে ওঠেনা” প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ | আপডেট: ৯:২৩:অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ ছবি: কবি রুদ্র অয়ন প্রজাপতির মতো হতে চেয়েছিলেম, অথচ শুয়ো পোকার মতই কেটে গেলো জীবনটা! ঘাসফুলের মতো হতে চেয়েছিলেম, মরা ঘাস ভেবে মাড়িয়ে গেলো কত সহস্র জন! মুক্ত আকাশে ডানা মেলে উড়তে চেয়েছিলেম কিন্তু কঠিন বাস্তবতায় বন্দীই রয়েগেলো হৃদয়! জোনাক পোকার মতো হতে চেয়েছিলেম অথচ সন্ধ্যা প্রদীপের সলতের কাছে ইচ্ছেগুলো মরে গেলো! কাশফুলের মতো হতে চেয়েছিলেম, বর্ষা ফুরোলে অযত্নে ফুলগুলো বিলীন হয়! বৃষ্টির দিনে কদমফুলের মতো চেয়েছিলেম অথচ সারাটি জীবন রৌদ্রের প্রচণ্ড তাপে পুড়ে যাই! একজন প্রেমিক হতে চেয়েছিলেম, কিন্তু প্রেমিকার ছলনায় আঘাতে- যন্ত্রণায় হৃদয়টা হয়েছে বিলীন! রংধনুর মতো চেয়েছিলেম কিন্তু জীবনের রং বদলে চাওয়াগুলো সব হারিয়ে যায়! কবি রুদ্র অয়ন সংবাদটি ৮৪২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?