কবিতা: ’কাটলো অমানিশা’ প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০ | আপডেট: ৩:০৩:অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০ কাটলো অমানিশা ……..শ্যামল বণিক অঞ্জন………. কন্ঠে তোমার শুনেছিলাম শিকল ভাঙার গান, তর্জনীতে জেগে ওঠার ছিলো আহবাণ। নিকষ আঁধার মাঝে তুমি দিলে সঠিক দীশা, আলো ঝলমল হলো যে পথ কাটলো অমানিশা। পিতা তুমি দিলে এ দেশ স্বাধীনতার সুখ, ইতিহাসে চির অম্লাণ পিতা তোমার মুখ। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি শ্যামল বণিক অঞ্জনকবিতা কাটলো অমানিশা সংবাদটি ৪৯৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?