কপিলমুনির লতায় বৈদ্যুতিক সামগ্রী বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক লতা ইউনিয়নের আবাসন প্রকল্পের ৬৬ পরিবারের মাঝে বিনামূল্যে বিদ্যুুৎ সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় আবাসন প্রকল্পের সভাপতি জলিল গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সামগ্রী বিতরন করেন লতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।

উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমগীর খলিফা, লতা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য দিলীপ রায়, মদন মহন মন্ডল, আজিজ সরদার, আশুতোষ মন্ডল, সুবোধ সরদার, জগোবন্ধু সরকার, হরিচাদ শিকারী, উত্তম মন্ডল, পরিমল মন্ডল, লিটন গাজী, মিজান সানা, অমৃত সরদার প্রমূখ