কপিলমুনিতে বিজয় দিবসের পতাকা উত্তোলন নিয়ে ভূলবুঝাবুঝি; ইউএলও’র বাখ্যা প্রদান

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯ | আপডেট: ৬:১৪:অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

প্রতিবেদক, কপিলমুনি(খুলনা):
কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিসে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মর্ম্মে ৮ দিন পর গত ২৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে কপিলমুনি ভূমি অফিসের ইউএলএও কে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আসলে বিষয়টির রহস্য কি? তা উদঘাটনে ঐ দিন বেলা ১১ টার দিকে ক’জন সাংবাদিক প্রতিনিধি কপিলমুনি ভূমি অফিসে গিয়ে অফিসের দু’টি গেট বন্ধ পান।


সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তখন খবরের সত্যতা যাচাইয়ের জন্য ভুমি অফিসের পুর্ব প্রার্শ্বের ছোট গেইট দিয়ে বেশ কষ্ঠে দেখা যায়, সুরম্য ভূমি অফিসের মুল ভবনের উত্তর প্রান্তে ভবনের চেয়ে অপেক্ষাকৃত নীচু জায়গাতে পতাকা উত্তোলনের নির্দিষ্ঠ স্থানে জাতীয় পতাকা টানানো হয়েছে।


ঐসময় কপিলমুনি ভূমি অফিসের ইউএলএও মোঃ জাকির হোসেনের মোবাইলে ফোন করে তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, পাইকগাছা উপজেলা সদরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের কর্মসূচীতে তার অফিস স্টাফদের নিয়ে সেখানে অবস্থান করছেন। তবে জাতীয় পতাকা ভবনের চেয়ে অপেক্ষাকৃত নীচু স্থানে এবং ভবনের উত্তর প্রান্তে নির্দিষ্ট স্থানে টানানোয় তা সকলের দৃষ্টিগোচর হয়নি এবং গেটগুলি বন্ধ থাকায় সরাসরি জাতীয় পতাকা দৃষ্টিগোচরের কথাও না। বিষয়টিকে ভূলবুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ২৪ ডিসেম্বরে একটি ফেইসবুক পোষ্টে তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। এ বিষয়ে কপিলমুনি ইউনিয়ন ভুমি অফিসের ইউএলএও মোঃ জাকির হোসেন বলেন, বিজয় দিবসটি আমাদের জন্য একটা গর্বের দিন। এ দিনে আমাদের বিভিন্ন কর্মসূচি পালনে সচেষ্ট এবং সতর্ক থাকতে হয়। কর্মসূচির মধ্যে পতাকা উত্তোলন একটি অন্যতম প্রধান। এমন বিষয়টি নিয়ে কারও মাঝে ভুলবোঝাবুঝি হয়েছে মনে করেন তিনি। তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ নিতে বসানো বৈদ্যুতিক ছোট খুটি কে হয়তো কেউ পতাকা টানানো খুটি ভেবে বিষয়টি নিয়ে কেউ অপপ্রচার করছেন।

 

 

সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক