কপিলমুনিতে ঝগড়া ঠেকাতে গিয়ে প্রাণ গেল ১ ব্যক্তির প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯ প্রতিবেদক, কপিলমুনি(খুলনা) প্রতিনিধি: ২ জা’র ঝগড়ায় প্রাণ গেল দেবরের। ঘটনাটি ঘটেছে কপিলমুনির মামুদকাটী গ্রামে। জানাযায়, সোমবার বেলা ১১ টার দিকে মামুদকাটি গ্রামের ঋষি পাড়ায় নিমাই দাশের স্ত্রী আশা দাশ ও তার আপন ভাই গোপাল দাশের স্ত্রী ময়না দাশের মধ্যে ঝগড়া বাঁধে, এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয় এসময় গোপাল দাশ (৫৫) উভয়কে শান্ত করতে গেলে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাকে কপিলমুনি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত গোপাল দাশ অমূল্য দাশের ছেলে। কপিলমুনি হাসপাতালের চিকিৎসক আঃ রব বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই গোপালের হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি ঝগড়া ঠেকাতে গিয়ে প্রাণ গেল সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ