ইউএনও হিসেবে পদায়ন পেলেন হরিণাকুন্ডু এসিল্যান্ড অনিমেষ বিশ্বাস প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মে ১১, ২০২০ | আপডেট: ১০:২২:অপরাহ্ণ, মে ১১, ২০২০ সততা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হরিণাকুন্ডু উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস। ইতোমধ্যে তার কাজের সাফল্য ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। সোমবার(১১মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার এর কার্যালয়, খুলনা বিভাগে ন্যাস্ত করা হয়েছে। এর আগে তিনি তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে দীর্ঘ এক বছর এবং পরে হরিণাকুন্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করছেন। তার চাকরি জীবনের সাফল্য কামনা করছে হরিণাকুন্ডবাসী। সংবাদটি ২০৩৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ২৫হাজার টাকা জরিমানা