আউলা চুলের বাউলা সাধু প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯ | আপডেট: ৯:২৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯ আউলা চুলের বাউলা সাধু …………..শ্যামল বণিক অঞ্জন………….. আউলা চুলের বাউলা সাধু পুরুষ নাকি সিদ্ধ, বাবা প্রেমের কাঁটা ওনার হৃদয় মনে বিদ্ধ। বাবার টানে গৃহত্যাগী বসেনি মন সংসারে, স্ত্রী সন্তানে ভক্তিও নেই পারেনি সে রঙ তাঁরে। লাল শালুতে অঙ্গ মোড়া আগাগোড়া ভাবের রেশ, মিষ্টভাষী স্মিত হাসি লোক পটাতে পটু বেশ। আউলা চুলের বাউলা সাধু আউলাঝাউলা জনমভর জানেনা কেউ সঠিক খবর কোথায় ওনার বাড়ী ঘর ! পথে পথে ঘুরেন ওনি আহার পানে রুচি কম, বাবার নাতে তুলেন ধ্বনী কল্কি গাঁজায় দিয়ে দম ! সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা আউলা চুলের বাউলা সাধুকবি শ্যামল বণিক অঞ্জনকবিতা আউলা চুলের বাউলা সাধু সংবাদটি পড়া হয়েছে ৩৩৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?