অহঙ্কার প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০ | আপডেট: ১:০০:অপরাহ্ণ, মার্চ ২, ২০২০ অহঙ্কার ………শ্যামল বণিক অঞ্জন………. মনের দুয়ার রুদ্ধ করেছো যদিও জানি! মনের দুয়ার আজো রেখেছো খোলা, আর ওখানেই আসবো বারবার ফিরে আমি, এতো সহজ নয় এই আমাকে ভুলা! তোমার কাছে আজো আমি স্মৃতির মনিহার, এটাই আমার অনেক পাওয়া বড় অহঙ্কার! সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি শ্যামল বণিক অঞ্জনকবিতাকবিতা অহঙ্কার সংবাদটি ৪৪১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?