শ্যামনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আপন ছোট ভাই

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লোকমান হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। অভিযুক্ত ঘাতক মোশারাফ শেখ (৫০) নিহতেরই আপন ছোট ভাই।

রোববার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত লোকমান হোসেন মাহমুদপুর গ্রামের মুনছুর শেখের ছেলে।
নিহতের স্ত্রী বলেন, বাবা-মাকে আমরা খাইতে দেই। এটা নিয়ে প্রায় সময়ই ঝামেলা করতো মোশারাফ। আজ প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে কুরআন তেলওয়াতের পর ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন লোকমান হোসেন। এসময় মোশারাফ পিছন দিক থেকে এসে দা দিয়ে কুপিয়ে হত্যা করে লোকমান হোসেনকে। স্বজন ও স্থানীয়রা লোকমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসজি/ডেক্স