রাজগঞ্জের শাহপুর মাঠ থেকে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২০ | আপডেট: ৭:২৫:অপরাহ্ণ, মে ৩১, ২০২০ রবিবার (৩১ মে) সকালে যশোরের রাজগঞ্জ এলাকার শাহপুর মাঠ থেকে মনিরামপুর থানা পুলিশ রুবেল ইসলাম শাওন (২২) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। থানা পুলিশ জানিয়েছেন- এঘটনায় র্যাব-৬ যশোরের পুলিশ উপ-পরিদর্শক রমজান আলী বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক ফতেউর রহমান জানিয়েছেন- গুলিবিদ্ধ রুবেল ইসলাম অভয়নগর উপজেলার রুইকরা গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। সে একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। এদিন সকালে এলাকার লোকজন শাহপুর ওই মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এসময় ঘটনাস্থল থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গুলিবিদ্ধ লাশ উদ্ধার সংবাদটি ৩২৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য