ভোমরা বন্দর দিয়ে ভারতীয় ওষুধ ও মোবাইল সেট পাচার প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১ | আপডেট: ৭:৫৭:অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১ ভারত থেকে ক্যাপসিকাম আমদানির আড়ালে বিপুল পরিমান নেশাজাতীয় ওষুধ, মোবাইল সেট, শাড়ি ও থ্রিপিচ আটকের ঘটনা ঘটেছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। শনিবার বিকালে শুল্ক গোয়েন্দা সংস্থার একটি দল এই অভিযান চালিয়ে তা জব্দ করে। মামুন এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট এই ক্যাপসিকাম ভারত থেকে বাংলাদেশে এনে খালাস করাচ্ছিল। ভারতীয় ওই ট্রাকে ছিল ৮১ কার্টুন ক্যাপসিকাম। শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমির মাহমুদ জানান, কার্টুন খুলে বেশ কিছু পরিমান ওষুধ ও ৩১২ টি ভারতীয় মোবাইল সেট, শাড়ি ও থ্রিপিচ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরে প্রস্ততি চলছে। এস/জি সংবাদটি ২০৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত