বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের উদ্যোগে খেদাপাড়া ইউনিয়নে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ | আপডেট: ৫:৩০:অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ উত্তম চক্রবর্তী: আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে হতদরিদ্র অসহায় ও শীতার্তদের মাঝে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খেদাপাড়া বাজারে সোমবার বিকালে এ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেদাপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেদাপাড়া গাংগুলিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি হাবিবুর রহমান ভোলা, খেদাপাড়া পুলিশ ক্যাম্প এর ইনচার্জ সালাউদ্দিন মিন্টু, ইউপি সদস্য মোঃ রাজু আহমেদ, খেদাপাড়া বনিক সমতির সভাপতি মকবুল সরদার, সাধারণ সম্পাদক লুকমান হোসেন। অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতা থেকে দু:স্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণসহ সহযোগিতার জন্য সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান চেয়ারম্যান এস.এম আব্দুল হক। সার্বিক তত্বাবধানে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের প্রতিষ্ঠাতা মুর্শিদ হাসান ইমন। উল্লেখ্য, এ ইউনিয়ন ২’শ জনকে শীতের বস্ত্র কম্বল বিতরণ করা হয়। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/মনিরামপুর(যশোর) সংবাদটি ২৬০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য