পাটকেলঘাটায় দেয়ালে চাপা পড়ে শিশুর করুণ মৃত্যু প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯ | আপডেট: ৮:০২:অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯ পাটকেলঘাটা(সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটায় ঘরের দেয়াল চাপা পড়ে মুশফিকুর রহমান নামের ৫ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৮জুন) সন্ধ্যা ৭টার দিকে পাটকেলঘাটার চোমরখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। সে থানার চোমরখালী গ্রামের আতিয়ার মোড়লের পুত্র। স্থানীয়রা জানায়, মুশফিকুর রহমান সন্ধ্যার দিকে তার বন্ধুদের সাথে পাশের বাড়ি খেলা করছিল। এ সময় একটি বাড়ির পরিত্যক্ত দেয়ালের নিচে চাপা পড়ে সে মারা যায়। পরে প্রতিবেশিরা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যুটি দুঃখজনক। শান্তনা দেওয়া ছাড়া কিছুই করার নাই। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা দেয়ালে চাপা পড়ে শিশুর করুণ মৃত্যু সংবাদটি ২৭৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী