পাটকেলঘাটায় দুই মাদক সেবীকে ৬ মাসের কারাদন্ড প্রদান

সাতক্ষীরার পাটকেলঘাটায় দুই জন মাদক সেবীকে ৬মাসের কারদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ড প্রাপ্তরা হল, থানার সেনপুর গ্রামের মৃত ফজর আলী মোড়লের ছেলে আব্দুর রহমান (৫২), অপর জন হল বড়বিলা গ্রামের হাসেম মোড়লের ছেলে ফরিদ মেড়ল(৪৩)।
পুলিশ সুত্রে জানা যায়, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে পাটকেলঘাটা পল্লী বিদ্যুতের সদর দপ্তরের সামনে থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার(৮ জুন) তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবল হোসেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।