পাটকেলঘাটা ক্লাব ফাইনালে প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯ | আপডেট: ৭:৫১:অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯ ডেক্স রিপোর্ট: তালা উপজেলার মিঠাবাড়ী সবুজ সংঘ কর্তৃক আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টর সেমিফাইনাল খেলা বৃহস্পতিবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়। মিঠাবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাটকেলঘাটা ক্লাব ও পাথরঘাটা ফুটবল দল এর মধ্যে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হয়। ফলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৪ গোলে পাথরঘাটা ফুটবল দলকে পরাজিত করে পাটকেলঘাটা ক্লাব ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু। রেফারির দায়িত্ব পালন করেন প্রভাষক শিমুল। সুন্দরবনটাইমস.কম/ই:স:/পাটকেলঘাটা/সাতক্ষীরা পাটকেলঘাটা ক্লাব ফাইনালে সংবাদটি ২৫৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন বন্যার্তদের সাহায্যার্থে প্রীতি ফুটবল খেলায় তালা সেন্ট মেরি জয়ী সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু