তালায় সুনাম কমিটির মাসিক সভা ও কমিটি গঠন প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯ | আপডেট: ৯:৪৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯ এমএ মান্নান, তালা: তালায় সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির মাসিক সভা ও কমিটি গঠন হয়েছে।গতকাল (মঙ্গলবার) তালা ডাকবাংলোর হলরুমে সুনাম কমিটির সহ-সভাপতি শেখ ইমরান হোসেনের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাড়ি প্রজেক্টের প্রকল্প সমন্ময়কারী বিঞ্চু পদ দাশ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ্যাডভোকেসি অফিসার শান্তুনু কুমার দাস,প্রোগ্রাম অফিসার অলোক পাল প্রমুখ । উক্ত সভায় উপস্থিত ছিলেন শেখ বাবু,মানবধিকার সম্পাদক মীর অনিক,জহর হাসান সাগর,জাকারিয়া সবুজ,কিরন হোড়,ইলিয়াস হোসেন,শিহাব সরদার,শাহানাজ পারভীন,সৌরভ,অভিজিৎ দত্ত সহ আরো অনেকে । সভায় গতমাসের বিবিধ বিষয় নিয়ে আলোচনা,আগামী মিটিং এর তারিখ নির্ধারণ,বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা সহ সর্ব সম্মতিক্রমে তালা উপজেলা সুনাম কমিটির শেখ বাবু কে সভাপতি,সাংবাদিক শেখ ইমরান হোসেন কে সাধারণ সম্পাদক ও সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চুকে সহ-সভাপতি করে আগামী মিটিংএ পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয় । সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা তালায় সুনাম কমিটির মাসিক সভা সংবাদটি ২৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব