তালায় মৎস্য ঘেরের বাসায় আগুন লেগে মালামাল পুড়ে ছাই প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯ | আপডেট: ২:৫২:অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগরের সাংবাদিক শফিকুল ইসলামের একটি মৎস্য ঘেরের বাসায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে কম্পিউটার সহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সাংবাদিক শফিকুল ইসলাম জানান,শনিবার সকাল ৮টার দিকে তার মৎস্য ঘেরের বাসায় হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে কম্পিউটারসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়। এসময় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা সংবাদটি ৩০৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব