ডুমুরিয়ায় সড়ক পাকা করনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ডুমুরিয়ার মধুগ্রামে সড়ক পাকা করনের দাবীতে এলাকা বাসীর উদ্যোগে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় মধুগ্রাম মসজিদ মোড়ে মধুগ্রাম চৌধুরী পাড়া ও মাদ্রাসা সড়ক পাকা করনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাঃ মোঃ আমান উল্লাহ, কবির হোসেন চৌধুরী, মাওঃ মোঃ কামরুজ্জামান, আঃ হালিম সরদার, বজলুর রহমান চৌধুরী, মাওঃ মোহাম্মদ আলী, দীপংকর সাহা, আবুল বাশার গাজী, আরিফুর রহমান গাজী, হুমায়ুন সরদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সড়ক দুটি পাকা করনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।