ডুমুরিয়ায় পিতা-মাতার উপর অভিমান করে যুবকের আত্নহত্যা প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২২ | আপডেট: ৯:১৫:অপরাহ্ণ, জুন ৬, ২০২২ ছবি: তরিকুল ইসলাম গাজী(২৫)। পিতা-মাতার উপর অভিমান করে তরিকুল ইসলাম গাজী (২৫) নামে এক যুবক বিষ পানে আত্নহত্যা করেছে। সোমবার সকালে নিজ ঘরে বসে সে বিষ পান করে। সে ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামের দবির গাজীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তরিকুলের পিতামাতা তাকে একটু বকাবকি করে। এ ঘটনায় পিতা মাতার উপর অভিমান করে সকলের অগোচরে নিজের ঘরে গিয়ে বিষ পান করে আত্নহত্যার চেষ্টা করেন। এসময় ঘরে ভিতর গোঙানির শব্দ শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে পিতামাতাসহ সন্তান সম্ভাব্য স্ত্রী রেখে যান। এ রির্পোট লেখা পর্যন্ত লাশ সুরতহাল রির্পোটের জন্য মর্গে ছিল৷ ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বিষ পানে আত্নহত্যা ঘটনা নিশ্চিত করেছেন। সংবাদটি ২১৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়