ডুমুরিয়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে কচ্ছপসহ আটক ২ প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১ | আপডেট: ২:৩৯:অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১ খুলনার ডুমুরিয়া বাজার হতে ২০টি জীবিত কচ্ছপসহ দুইজন চোরাকারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। শুক্রবার দুপুরের দিকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার আমুড়বুনিয়া গ্রামের ফনি ভূষন রায়ের ছেলে সুজন রায়(৩৫) ও পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামের সুকুমার সরকারের ছেলে শংকর সরকার ওরফে বাবু (৪২)। এ ঘটনায় বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, অবৈধভাবে কচ্ছপ কেনা-বেচা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি টিম দুপুরের দিকে ডুমুরিয়া বাজারে অভিযান চালায়। তখন একটি পাটের তৈরি বস্তায় থাকা ২০ টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপ গুলোর ওজন ১৬ কেজি। সংবাদটি ২১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়