ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উপকুলে কাজ শুরু করেছে সেনাবাহিনী প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মে ২২, ২০২০ | আপডেট: ৯:৩২:অপরাহ্ণ, মে ২২, ২০২০ ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে সাতক্ষীরার সুন্দরবন উপকুলীয় এলাকায় ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী সংস্কারে, চিকিৎসা সহায়তা ও ত্রান কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার সকাল থেকে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিবিশনের ৯ ইষ্ট বেঙ্গল এর তিন শতাধিক সেনা সদস্য শ্যামনগর উপজেলার উপকুলীয় এলাকায় কাজ শুরু করে। সেনা সদস্যরা উপকুলীয় ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কার করে দিচ্ছেন। চিকিৎসা সহায়তার পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থপনায় ত্রান কার্যক্রম পরিচালনা করছে। শুক্রবার প্রথম দিনে অর্ধশত বিধ্বস্ত বাড়ি ঘর সংস্কার করা হয়েছে। একই সাথে শতাধিক মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর নবম ইষ্টবেঙ্গলের অধিনায়ক লে: কর্নেল ফারহান জানিয়ছেন, ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা দিতে সেনাবাহিনী কাজ শুরু করেছেন। এটা চলমান থাকবে যতদিন প্রয়োজন হবে। সংবাদটি ৪৩৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত