হোম প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯ | আপডেট: ১১:০৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার অন্তর্গত একটি প্রশাসনিক থানা হচ্ছে পাটকেলঘাটা। বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের কোলঘেষে গড়ে উঠেছে সাতক্ষীরা জেলাটি। সাতক্ষীরা সদর থেকে পূর্ব দিকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত পাটকেলঘাটা থানাটি। Bangla News যেটি তালা উপজেলার আওতাধীন। পাটকেলঘাটার উপর দিয়ে বয়ে চলেছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ। পাটকেলঘাটার উত্তরে যশোর জেলার কেশবপুর উপজেলা, দক্ষিণে খুলনা জেলার পাইকগাছা ও বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলার চুকনগর ও পশ্চিমে ভারতের উত্তর ২৪ পরগনা। Bangla News সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন নিয়ে পাটকেলঘাটা থানা গঠিত। ইউনিয়নগুলো: সরুলিয়া(পাটকেলঘাটা সদর), ধানদিয়া, নগরঘাটা, খলিষখালী ও কুমিরা। পাটকেলঘাটার ইতিহাস ও ঐতিহ্যের নিরব স্বাক্ষী ঐতিহাসিক ফুটবল ময়দান। এখানে বাংলাদেশের প্রায় সকল রাষ্ট্রনায়ক জনসভা করেছেন। ১৯৬২ সালে তৎকালিন পাকিস্থানের ফিল্ড মার্শাল আয়ূব খান এখানে জনসভা করেন। এছাড়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রেসিডেন্ট এরশাদ এখানে জনসভা করেছেন। পাটকেলঘাটার উল্লেখযোগ্য অফিস আদালতের মধ্যে আছে: থানা ভবন, অগ্রনী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ডাচ্ বাংলা ব্যাংক(ফাস্ট ট্রাক ও এজেন্ট ব্যাংক), সিটি ব্যাংক (এজেন্ট ব্যাংকিং), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সাবপোস্ট অফিস ভবন, সরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন তহসিল অফিস, খাদ্য গুদাম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ অফিস(সদর দপ্তর) ও অসংখ্য বীমা ও এনজিও অফিস। পাটকেলঘাটার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে: পাটকেলঘাটা হারুণ-অর-রশীদ ডিগ্রী কলেজ, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ, পাটকেলঘাটা আদর্শ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনামনি কিন্ডার গার্টেন স্কুল, আল-ফারুক একাডেমী, উটুপিয়া স্কুল(ইংরেজী ভার্সন), পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠ। এছাড়া উল্লেখযোগ্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে: ঐতিহ্যবাহী সিদ্দিক্বীয়া ক্বওমিয়া মাদ্রাসা, পাটকেলঘাটা আল-আমিন মাদ্রাসা ও মন্দিরের মধ্যে আছে: পাটকেলেশ্বরী কালী মন্দির। তাছাড়া হাসপাতালের মধ্যে আছে: পারকুমিরা স্বাস্থ্য কেন্দ্র, ডক্টরস ক্লিনিক, লোকনাথ নার্সিং হোম এন্ড ডায়াগণষ্টিক সেন্টার, পপুলার ডায়াগণষ্টিক সেন্টার, পাটকেলঘাটা নার্সি হোম, মৌসুমী ক্লিনিক। এছাড়া ১৯৬৮-৬৯ সালে পাটকেলঘাটার কপোতাক্ষ নদের উপরে নির্মিত হয় আকর্ষনীয় কপোতাক্ষ সেতু। এই সেতুর উদ্বোধন করেন প্রেসিডেন্ট আয়ূব খান। খুলনা থেকে চুকনগর হয়ে ১৭কিলোমিটার দূরত্বে সাতক্ষীরা মহাসড়কের পাশেই পাটকেলঘাটা থানাটি অবস্থিত। পাটকেলঘাটা সদরের পল্লী বিদ্যুৎ অফিস রোডে পত্রিকা অফিসটির কার্যালয় অবস্থিত। সুন্দরবনটাইমস.কম সংবাদটি পড়া হয়েছে ৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডুমুরিয়ার এক ব্যক্তির মৃত্যু