সাতক্ষীরার বাইপাস সড়কে পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরায় বাইপাস সড়কে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোমেনা খাতুন (২৭) নামে এক গৃহবধু নিহত হয়েছে। শুক্রবার বিকালে বাইপাস সড়কের খেজুরডাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মোমেনা খাতুন সদরের তালতলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম ও তার স্ত্রী মোটরসাইকেল যোগে ভাইরা ভাইয়ের বাড়ি যাচ্ছিল দাওয়াত খাওয়ার জন্য। খেজুরডাঙ্গা এলাকায় পৌছালে পিছন দিক থেকে সোহাগ পরিবহন তাদেরকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে দুইজন রাস্তার পাশে ছিটকে পড়ে। পিছনে বসা মোমেনা খাতুনকে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনাচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা