তালায় পুত্রের বিরুদ্ধের পিতার মামলা! প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ | আপডেট: ৬:৩৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, তালা: সাতক্ষীরার তালায় দুই পুত্রের বিরুদ্ধে আদালতে মামলা করেছে অসহায় পিতা। তালা উপজেলার আটারই গ্রামের মৃত ছায়েম গাজীর ছেলে আব্দুল বারী গাজী (৮৫) তার দুই ছেলে কর্তৃক হত্যার হুমকির অভিযোগ এনে আদালতে মামলা করেন। সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বিষয়টি তদন্তের জন্য তালা কৃষি অফিসারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগি আব্দুল বারী গাজী জানান, তার ২২ বিঘা সম্পত্তির মধ্যে প্রায় ৫ মাস পর্বে ১০ছেলে ৪ মেয়ে ও ২ স্ত্রীকে সমান ভাবে ভাগ বাটোয়ারা করে দেন তিনি। এ সময় নিজের নামে এক বিঘা সম্পত্তি রেখে দেন তিনি। উক্ত এক বিঘা সম্পত্তি লিখে না দেয়ায় দুই ছেলে ইয়াছিন গাজী ও রিয়াজুল হক গাজী তাকে জীবনে মেরে ফেলার হুমকি প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছে। এরপূর্বে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার না পেয়ে সর্বশেষ তিনি সাতক্ষীরার বিজ্ঞ আদালতে ১৪৩,৪৪৮,৩৮০,৩২৩,৩০৭,৫০৬ ও ৪২৭ দঃ বিঃ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং সি আর ১৬২/১৯। আগামী ৭ নভেম্বরের মধ্যে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা পুত্রের বিরুদ্ধের পিতার মামলা সংবাদটি ৩৩৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব