পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজে বৃক্ষরোপন ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী পালন


ডেক্স রিপোর্ট:
শোকাবহ আগষ্ট পালনের অংশ হিসাবে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার (৩১ আগষ্ট) সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের নেতৃত্বে এ বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যাপক ফকির আহমদ শাহ, অধ্যাপক আব্দুল গফফার, অধ্যাপক আহলাদ চন্দ্র ঘোষ, অধ্যাপক রকিব মাহমুদ, অধ্যাপক সরদার নুরুল ইসলাম, অধ্যাপক নাজমুল হক, প্রদর্শক হায়দার আলী সহ কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কলেজে কয়েকটি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপন করা হয়।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে বেলা ১১.৩০ মিনিটের দিকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে কলেজ ক্যাম্পাসের আশ-পাশের গ্রাম গুলোতে সচেতনতা মূলক ক্যাম্পেইন করা হয়।
সুন্দরবনটাইমস.কম/ডেক্স রিপোর্ট/পাটকেলঘাটা, সাতক্ষীরা