পাটকেলঘাটায় পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভায়ের মারপিটে বড়ভাই নিহত প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯ | আপডেট: ৯:৫৫:অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯ নিজস্ব সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটায় পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভায়ের মারপিটে বড়ভাই নিহত হয়েছে। নিহতের স্ত্রী তানজিলা বেগম জানান, তার স্বামী ইসহাক আলী মোড়ল (৪৫) পেশায় মুলত ড্রাইভার। কয়েকমাস আগে বাড়িতে একটি মুদির দোকান তৈরী করে । যা নিয়ে ভাই বোন ও পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে এ নিয়ে ছোটভাই অসীমের সাথে বসা হলে এক পর্যায়ে অসীম- ইসহাকের ওপর লাঠি ও ইট দিয়ে মারপিট করে। এ ঘটনায় ইসহাকের অবস্থা আশংকাজনক হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা দেন কর্তব্যরত চিকিৎসক। তানজিলা জানায়, তার ২ মেয়ে ও এক ছেলে আছে। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: তামিম হোসেন বলেন, তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের সৈয়দ আলী মোড়লের ছেলে ইসহাক আলীকে বুধবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে তাকে আর জীবিত পাওয়া যায়নি। পথেই ইসহাকের প্রাণনাশের ঘটনা ঘটতে পারে। সঙশ্লিষ্ট পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি বর্তমানে তৈলকুপি গ্রামে অবস্থান করছেন। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনভাই খুনভায়ের হাতে ভাই খুন সংবাদটি ৩১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী