সাতক্ষীরায় ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩ | আপডেট: ৮:৪৩:অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩ সাতক্ষীরায় ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে। সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সংলাপে সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে শিক্ষার্থীদের নানামুখী প্রশ্নের উত্তর দেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। সংলাপে আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এসএম নাহিদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আমরা বন্ধুর উপদেষ্টা শেখ হারুন-উর-রশিদ ও প্রভাষক প্রনব ঘোষ বাবলু। সংলাপে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গঠনে সুশাসনের ঘাটতিকে প্রধান অন্তরায় উল্লেখ করে সুশাসন কায়েমে করণীয়সহ সাতক্ষীরা জেলার নানামুখী সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন। এসজি/ডেক্স সংবাদটি ১৮৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল