সাতক্ষীরায় শ্রমিক সংকটে কৃষকের ধান কেটে দিলেন জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা

সাতক্ষীরায় করোনা ভাইরাসের প্রার্দুভাব, অন্যদিকে ধান কাটা শ্রমিক সংকটে যে কোন মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার শংকা, ঠিক এমনই পরিস্থিতিতে দুই কৃষকের চার বিঘা জমির ধান কেটে দিলেন জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের কৃষক লিয়াকত ও আজগারের চার বিঘা জমির ধান কেটে দেন তারা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশনায় এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের নেতৃত্বে ধান কাটতে মাঠে নামেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পাভিন সেজুতি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপনসহ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এদিকে, ধান কাটতে সহযোগিতা করায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃষক লিয়াকত ও আজগার।