ভোমরায় লোকজনের চলাচল বন্ধ, আমদানী-রপ্তানী কার্যক্রম চলমান

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১ | আপডেট: ৬:৫১:অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

ভারতে করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ ঘোষনা করায় সোমবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে সকাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্ধর সীমান্ত দিয়ে লোকজনের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তবে, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর বাদে বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি- এই তিন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা যাবে। তবে দেশে ফিরলেই ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে সকাল থেকে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ ঘোষনা করা হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের (ওসি) বিশ্বজিৎ সরকার জানান, লোকজনের চলাচল বন্ধ থাকলেও ভোমরা স্থল বন্ধর ও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্ধর দিয়ে শুধু মাত্র আমদানী-রপ্তানী কার্যক্রম যথারিতি চলমান রয়েছে।

তবে পণ্য পরিবহনকারী পরিবহনগুলোকে বাংলাদেশে প্রবেশের পূর্বে যথাযথভাবে জীবাণুমুক্ত করা হচ্ছে । চালক ও হেলপারকে কোভিড-১৯ নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরার ভোমরা স্থল বন্ধর দিয়ে লোকজনের চলাচল বন্ধ থাকলেও এ স্থলবন্ধর দিয়ে শুধু মাত্র আমদানী-রপ্তানী কার্যক্রম যথারিতি চলমান চলছে। সকাল সাড়ে ১০ টার পর পন্য খালাসের কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, ভোমরা স্থলবন্দর দিয়ে গত বছর ৬ এপ্রিল সর্বশেষ পাসপোর্টধারী যাত্রীরা ভোমরা বন্দর দিয়ে দেশে আসার সুযোগ পান। এর পরের দিন ৭ এপ্রিল বিজিবির আপত্তির পর থেকে এ বন্দর দিয়ে সকল যাত্রীদের ফেরত সাময়িকভাবে স্থগিত করা হয়।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স