পাটকেলঘাটায় চারশত গ্রাম ডাক্তারের মাঝে এমপি’র ফেস সিল্ড প্রদান

সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটায় কর্মরত গ্রাম ডাক্তারদের সুরক্ষার জন্য ফেস সিল্ড প্রদান করা হয়েছে। সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে চারশত গ্রাম ডাক্তারের মাঝে উক্ত ফেস সিল্ড (Face Shield) প্রদান করেন।

শনিবার(২০ জুন) বেলা ১১টায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি পাটকেলঘাটা থানার সভাপতি মোঃ হাদিউদজ্জামানের কাছে ফেস সিল্ড হস্তান্তর করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদসহ গ্রাম ডাক্তারবৃন্দ।