সাতক্ষীরার কলারোয়ায় আরো একজন করোনা শনাক্ত: জেলায় আক্রান্ত-৪৭

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নে আরো একজন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পযন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ জন। বুধবার (০৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার ।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, গত ৩০ মে নারায়ণগঞ্জে ওই যুবকের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।
ডাঃ জয়ন্ত সরকার আরোও জানান, এ ঘটনায় তার বাড়ি লকডাউন করা হয়েছে।