পাটকেলঘাটায় পূর্ব শত্রুতার জের ধরে পটল ও বেগুন গাছ উপড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ | আপডেট: ৭:০৫:অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা): পাটকেলঘাটায় পূর্ব শত্রুতার জের ধরে পটল ও বেগুন গাছ উপড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে জমির মালিক। জানা গেছে, থানার সানতলা গ্রামের আবুল হোসেনের পুত্র ছলেমান সরদার তার পিতা মাতার কাছ থেকে ১২ শতক জমি বাৎসরিক ১০ হাজার টাকা লিজ নিয়ে সবজি চাষ করে ছিল। বুধবার সকালে জমিতে গিয়ে দেখতে পায় তার ক্ষেতের সবজি উপড়ে ফেলেছে। তার ভাই ছলেমান সরদারের অভিযোগ ভাই লোকমান সরদার ও ভাতিজা ইয়াছিন আলী দীঘদিন তার জমির সবজি নষ্ট করে দিবে মর্মে হুমকি দিয়ে আসছিল। তার মা রহিমা খাতুন জানায় বড় ছেলেকে জমি হারি দিয়ে হারির টাকায় আমার সংসার চলে। এ কারনে ছোট ছেলে আমাকে বিভিন্ন সময় গালিগালাজ করে। এ ঘটনায় তার ভাই ছলেমান গতকাল বুধবার তার আপন ভাই ও ভাতিজার নামে পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুন্দরবনটাইমস.কম/মু:র:/ডেক্স সংবাদটি ২৯৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক রাশেদ পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত