হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে সাতক্ষীরা আনসার ব্যাটেলিয়ন

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মে ৮, ২০২০ | আপডেট: ৬:০৮:অপরাহ্ণ, মে ৮, ২০২০

করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন হতদরিদ্র ২ হাজার ১০০ পরিবারের মাঝে সাতক্ষীরা আনসার ব্যাটেলিয়নের উদ্যোাগে খাদ্য ও স্বস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পুরাতন সাতক্ষীরা আনসার ব্যাটেলিয়ন চত্বরে জেলার সাতটি উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন ৩১ আনসার ব্যাটেলিয়নের অধিনায়ক আইয়ুব আলী ।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ব্যাটেলিয়ন কমান্ডার ওবায়দুর রহমান, কোম্পানী কমান্ডার সাজ্জাদুর রহমান প্রমুখ।

প্রতিটি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে ৫কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল,  ২কেজি আলু,  ১কেজি পিঁয়াজ, ১টি সাবান, ও ১টি মাক্স প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলার ৭টি উপজেলায় প্রতিটি উপজেলায় তিনশ জন করে মোট ২১০০ সদস্যদের মাঝে এই ত্রাণ সামগ্রী পর্যায়ক্রমে প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স