সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাড়ি ফিরলো অপহৃত দুই জেলে

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ | আপডেট: ১১:২৩:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু জোনাব বাহিনীর হাতে ছয় দিন জিম্মি থাকার পর অবশেষে বাড়িতে ফিরেছে অপহৃত জেলে শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের বাটুল সরদার ও হরিনগর গ্রামের আব্দুর রাজ্জাক।
বনদস্যুদের দাবিকৃত টাকা পরিশোধের পর গেলো রাতে সীমান্তবর্তী কালিন্দী নদীর রায়মঙ্গল এলাকায় অজিয়ার রহমানের নৌকায় তুলে দেয়া হয় জিম্মি এই দুই জেলেকে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে ফিরে আসা বাটুল সরদার ও আব্দুর রাজ্জাক জানান, বনদস্যু জোনাব সাত সদস্যের ঐ বাহিনীর নেতৃত্বে রয়েছে। তিন সহযোগীকে নিয়ে সে ভারতের রায়মঙ্গল এলাকায় অবস্থান করে। বাকি চার সদস্যকে দিয়ে সুন্দরবনের বাংলাদেশ সীমান্ত থেকে জেলেদের অপহরণ করে নিজের ডেরায় আটকে রেখে মুক্তিপণ আদায় করে। মুক্তিপণের টাকা দেরীতে যাওয়ায় তাদেরকে বেধড়ক মারপিট করে জোনাবের লোকজন।
উল্লেখ্য, পুশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে মাছ শিকারে যাওয়ার দুই দিনের মাথায় অস্ত্রের মুখে গত সোমবার বাটুল ও আব্দুর রাজ্জাককে জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে বনদস্যু জোনাব বাহিনী।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক