সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯ | আপডেট: ১:৫৬:অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরা সংবাদদাতা:
যশোর থেকে রোগী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোস্তফা নুর মোহাম্মদ (৫২)।
শুক্রবার (২১ জুন) রাতে যশোর-সাতক্ষীরা সড়কের বাগআচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর গ্রামে।
সাতক্ষীরা শিশু হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. জাকির হোসেন বলেন, ডা. মোস্তফা নুর মোহাম্মদ বাগআচড়াস্থ ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলে করে সাতক্ষীরা ফিরছিলেন। পথে বাগআচড়ার কুচিমোড়া এলাকায় একটি ট্রাক তাকে বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোরের কুইন্স হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়েছে। আজ বাদ মাগরিব সাতক্ষীরা কোর্ট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ নুরনগরে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে পরবর্তী জানাজা শেষে তাকে দাফন করা হবে।
সাতক্ষীরা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক ডা.মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক