সাতক্ষীরা প্রেসক্লাবে লিয়াকতের সংবাদ সম্মেলন: বিল শিমুলবাড়িয়া মৎস্য ঘেরে হামলার অভিযোগ

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯ | আপডেট: ১০:৫৮:পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

সাতক্ষীরা সংবাদদাতা:
বিল শিমুলবাড়িয়ার ৫৭,১৫৩ খতিয়ানের সাবেক ২৪৫,২৪৭ ও হাল ২৪১,২৩৪ দাগের জমিতে দীর্ঘদিন যাবত মৎস্য ঘের পরিচালনা করে আসছেন বিল শিমুলবাড়িয়ার মোস্তফা সরদারের ছেলে মো. লিয়াকত হোসেন। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে মো. লিয়াকত হোসেন এক সংবাদ সম্মেলনে করে অভিযোগ করেছেন যে গত ৪ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল হকের মদদপুষ্ট হয়ে ১৫/২০ জন লাঠিয়াল ওই ঘের দখল করতে আসে। লাঠিয়ালদের মধ্যে ছিল পুস্পকাটির কওছার আলির নেতৃত্বে তার পুত্র জাহিদুল, ইনছার আলির ছেলে ইসমাইল হোসেন, দাঁড়াখাল এলাকার আনছার আলির পুত্র আলিমসহ অন্যরা। তারা ধারালো দা ও বল্লম নিয়ে ঘের দখলে গেলে তিনি বাধা দেন। এ সময় আসাদুল হক মোবাইলে হুমকি দিয়ে বলেন যে সামনে আসবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবি। আসাদুল হকের এই নির্দেশ পেয়ে সন্ত্রাসীরা লিয়াকত, সবুর সরদারের ছেলে রিয়াছাদ সরদার, শামীম ও মাহবুবকে লাঠি ও বল্লম দিয়ে আঘাত করে। এ সময় তারা তাদের মারপিট করতে থাকে। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এরপর থেকে লিয়াকত ও আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সংবাদ সম্মেলনে লিয়াকত আরও বলেন আসাদুল হক তার এলাকায় নানা ধরনের সন্ত্রাসের সাথে জড়িত। তার সকল অপকর্ম সম্পাদনের জন্য রয়েছে লাঠিয়াল বাহিনী। তার অত্যাচারে এলাকাবাসী অতীষ্ঠ হয়ে উঠেছেন বলে অভিযোগ করেন লিয়াকত। তিনি আসাদুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

s.g/sat


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক