সাতক্ষীরা জেলায় আসা বন্ধ করতে কঠোর ভূমিকায় তালার এসিল্যান্ড

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
 
সম্প্রতি সাতক্ষীরায় করোনা ভাইরাসে একজন রোগীর সনাক্ত হওয়ার পর থেকে আরও কঠোরভাবে নড়েচড়ে বসেছে প্রশাসন। বাইরের জেলা থেকে লোকসমাগম আসা যাওয়া যাওয়া বন্ধ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ(২৮ এপ্রিল) সাতক্ষীরা জেলার প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে বাইরের জেলা থেকে লোকজন যাওয়া আসা বন্ধ করা হয়।
 
এ সময় সাতক্ষীরার জেলায় বিভিন্ন প্রবেশ পথে কঠোর নজরদারি রেখেছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। এ সময় তিনি সাতক্ষীরা প্রবেশ পথে বেরিকেট দিয়ে লোকজন চলাচল বন্ধ করে দেন।
 
সাথে সাথে তিনি সকলের অবগতির জন্য জানান, “আজ হতে জেলার বাইরে থেকে এসে কোন লোক সাতক্ষীরা জেলায় তার কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন না এবং এ জেলা থেকে বাইরের কোন জেলায় কাজ করতে যেতে পারবেন না। তাঁকে তাঁর নিজস্ব কর্মক্ষেত্র এলাকায় অবস্থান করে অফিস আদালত, চিকিৎসাসহ অন্যান্য কাজ করতে হবে।”
 
ইতোমধ্যে জেলা পুলিশ সাতক্ষীরা জেলার সীমান্ত চেকপোষ্ট জোরালো করেছে। জেলা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তাদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন চেকপোষ্টে দায়িত্ব পালন করবেন। জেলার সকল সরকারি, বেসরকারি অফিসসহ কর্মক্ষেত্রের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এ বিষয়টি তাঁর অধিনস্ত এবং নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা-কর্মচারীকে অবহিত করবেন।
চেকপোষ্টে কেউ আটক হলে তাঁর দায়িত্ব উক্ত অফিসকে নিতে হবে। কৃষি শ্রমিকগণ এ ঘোষণার বাইরে থাকবে, তারা যদি কৃষি কাজের জন্য বা ধান কাটতে জেলার বাইরে যেতে চায় তাহলে চেকপোষ্টে কর্মরত কর্মকর্তাগণ তাদেরকে সহায়তা করবেন। জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সকলকে মেনে চলার জন্য অনুরোধ করা হয়। আজ তালা উপজেলা সুভাষিনী চেকপোষ্টে দায়িত্বপালনকালে তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম করোনা কমিটির পক্ষে  এ সকল আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

মোঃ সাইদুজ্জামান শুভ। ভ্রাম্যমাণ প্রতিবেদক