সাতক্ষীরায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মশালা

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২ | আপডেট: ৫:৩৬:অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২

সাতক্ষীরায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মঙ্গলবার বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও ইকিউএমএস কনসালটিং এবং বায়মন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও ইকিউএমএস কনসালটিং লিমিটেডের পরিবেশ পরামর্শক মামুন রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন শ্যামল কুমার চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ, মেডিকেল অফিসার ডা: জয়ান্ত সরকার, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি প্রমূখ।

কর্মশালায় প্রকল্পের লক্ষ্যমাত্রা হিসাবে বলা হয়, ৬৪ জেলায় শব্দদূষণের প্রাথমিক তথ্য- উপাত্ত জরিপ করা, বিভাগীয় শহরের পূর্বে জরিপকৃত ফলাফলের সাথে নতুন জরিপকৃত ফলাফলের তুলনা করা, শব্দদূষণের উৎস টিহ্নিত করা, শব্দদূষণের বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ মতামত নেয়া, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সুপারিশ প্রনয়ণ করা।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স