সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১” এর উদ্বোধন

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১ | আপডেট: ১২:৩৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১” এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের লেকভিউ থেকে ম্যারাথন শুরু করে সাতক্ষীরা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চল বাংলাদেশ সেনাবাহিনী’র আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় যশোর অঞ্চলের ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

এসময় সাতক্ষীরার সর্বস্তরে প্রায় তিন হাজার মানুষ এই ম্যারাথনে অংশগ্রহন করে। পরে ম্যারাথনে অংশগ্রহনকারী প্রথম ১৫ জন পুরুষ ও প্রথম ৫ জন মহিলা সহ মোট বিশ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স