সাতক্ষীরায় ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু জেলা প্রশাসনের

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০ | আপডেট: ১০:০০:অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। পাকাপোলের মোড়, সঙ্গীতার মোড়, পুরাতন সাতক্ষীরাসহ শহরের ১৪টি স্থানে অবস্থান করবে এই ভ্রাম্যমাণ ইফতার বাজার।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাধারণ মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ভ্রাম্যমাণ বাজার থেকে জিলাপি, পিয়াজি, বেগুনি, ছোলাসহ অন্যান্য ইফতার সামগ্রী সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবে।
শনিবার বিকাল ৫টায় সার্কিট হাউজ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এই ভ্রাম্যমাণ ইফতার বাজার উদ্বোধন করেন।

এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স