সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ | আপডেট: ৩:৩৩:অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

সাতক্ষীরায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের ব্যানারে সোমবার সকাল ১০টায় শহরের পাকাপোলের মোড়ে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ওয়ান লাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সদর উপজেলা সভাপতি স্বপন কুমার শীল, পৌর সভাপতি অধ্যক্ষ শিবপদ গাইন, সিপিবি’র জেলা সম্পাদক মশিউর রহমান পলাশ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রাশেদুজ্জামান রাশি, প্রথম আলো বন্ধু সভার সভাপতি জাহিদা জাহান প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরার করোনা পরিস্থিতি ক্রমশঃ ভয়াবহ আকার ধারণ করছে। খুলনা পিসিআর ল্যাব এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে নমুনা পরীক্ষার চাপ বেশি থাকায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মাঝে মাঝে নমুনা সংগ্রহ বন্ধ রাখতে হচ্ছে। এমতাবস্থায় সাতক্ষীর মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন জরুরী হয়ে পড়েছে। বক্তারা এ সময় সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স