সাতক্ষীরায় দুই লাখ ৪৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ | আপডেট: ২:৫২:অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় এবার দুই লাখ ৪৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ২৫ হাজার ৮৪২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৪৮৫। এর মধ্যে প্রতিবন্ধী শিশুরাও রয়েছে। মঙ্গলবার সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক অরিয়েন্টেশন সভায় এই তথ্য তুলে ধরেন। এ সময় আরএমও ডা. জাহাঙ্গির আলম ও ডা. আবদুল্লাহেল কাফিসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন বলেন, আগামি ১১ জানুয়ারি জেলার সাতটি উপজেলার ১৯৩৯ টি কেন্দ্রে সকাল থেকে বিকাল নাগাদ বয়স ভেদে নীল ক্যাপসুল ও লাল ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার আশাশুনি ও শ্যামনগরে ১০ টি দুর্গম এলাকা চিহ্নিত করা হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে চার হাজার ৯৮ জন কর্মী নিয়োগ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ১৯১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন