সাতক্ষীরায় কাস্টমস ও সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারক আটক

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০ | আপডেট: ৩:০৩:অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় কাস্টমস ও বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকালে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের মৃত আমির আলীর ছেলে মানদার আলী (৫৩) ও রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আশরাফুজ্জামান (২৫)।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মো.শাহিনুর ইসলাম জানান,বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এএসপি শাহিনুর ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকায় একটি প্রতারক চক্র অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে মধ্যকাটিয়া লস্কর পাড়াস্থ মৃত মোজাম্মেল হকের বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া নিয়োগপত্রসহ তাদের আটক করা হয়।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক